• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঈদকে কেন্দ্র করে সৈয়দপুরে জমে উঠেছে কাঠের গুঁড়ির বেচাকেনা       

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুলাই ২০২১  

আগামীকাল ঈদ-উল আযহা। কোরবানি ঈদে মাংস কাটার জন্য প্রয়োজন হয় গোলাকার কাঠের গুড়ি। স্থানীয় ভাষায় যাকে বলা হয়ে থাকে গুঁড়ি বা খাটিয়া। ঈদকে সামনে রেখে উপজেলায় জমে উঠেছে এসব কাঠের গুড়ির বেচাকেনা।

বিক্রেতা সাহেদ আলী ও মোকারম হোসেন জানান, প্রকারভেদে প্রতিটি কাঠের গুড়ি বিক্রি হচ্ছে ১৫০-৪০০ টাকায়। বেচা-বিক্রিও ভালো হচ্ছে।

কাঠের গুড়ি কিনতে আসা রয়েল, শাহুর আলমসহ অনেকে জানান, ঈদের নামাজ পড়ে পশু কোরবানি দেওয়ার পর গোস্ত ও হাড় কাটতে এসব কাঠের গুড়ি লাগে। তখন খোঁজাখুঁজি করা বা অন্যের কাছ থেকে নেওয়া অনেকটা বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। তাই কিনতে এসেছি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –