• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

শ্রমিকের অধিকার সুরক্ষিত রাখতে কাজ করবো: শ্রম প্রতিমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৪  

শ্রমিকের অধিকার সুরক্ষিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো, যেখানে সব শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং তাদের অবদানকে মূল্য দেওয়া হবে।

রোববার ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার যৌথভাবে আয়োজিত সংলাপে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। মানসম্পন্ন কর্মসংস্থান এবং সুষ্ঠু পরিবেশে কাজের জন্য মূল ইস্যুতে অংশীজনদের জড়িত করা এ সংলাপের উদ্দেশ্য ছিল।

শ্রম সংস্কারে ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সঠিক কাজের প্রচার ও সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের উদ্দেশ্য অবিচল রয়েছে।

এদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শ্রম সংশ্লিষ্ট বিষয়ে বহুপক্ষীয় সংলাপের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সরকারের পাঁচ বছরের মেয়াদে কর্মসংস্থান সৃষ্টি ও শোভন কাজ সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে। এই নীতিগুলো আমাদের জাতীয় উন্নয়ন কৌশলসমূহে গভীরভাবে সম্পৃক্ত, যার মধ্যে রয়েছে জিবি রোডম্যাপ (২০২১-২০২৬) এবং বাংলাদেশের শ্রম খাতের জাতীয় কর্মপরিকল্পনা (২০২১-২০২৬)। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এগুলো অপরিহার্য।

সংলাপে বক্তারা গঠনমূলক আলোচনা, জ্ঞানের বিস্তার ও অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন। আলোচনায় যুক্ত হয়েছেন সরকারি কর্মকর্তা, মালিক, শ্রমিক, বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন অংশীদার ও গণমাধ‌্যমের কর্মকর্তারা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –