• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ফুলবাড়ীতে কনকনে হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২  

দিনাজপুরের ফুলবাড়ীতে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেও কনকনে হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কমছে না। বাতাস আর তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

দিনাজপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় ৮ কিলোমিটার। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। তবে দুই-একদিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে দিনাজপুর আবহাওয়া অফিস।

দিনাজপুর আবহাওয়া দপ্তরের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, বায়ু মণ্ডলের উপরিভাগে চাপ বেড়ে যাওয়ায় বাতাসের আর্দ্রতা বেড়েছে। ফলে শীতের তীব্রতাও বেড়ে গেছে। তবে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণেও তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতা আবারও বাড়তে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, শীত মোকাবেলার জন্য ইতোমধ্যে উপজেলার দুস্থ ও অসহায়দের মাঝে সাত হাজার ৪০টি কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতে আরো কম্বল বিতরণ করা হবে। এ ছাড়াও জরুরি ভিত্তিতে দুস্থ শীতার্তের মাঝে কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –