• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সৈয়দপুরে আর্থিক সহায়তার চেক বিতরণ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২২  

নীলফামারীর সৈয়দপুরে সমাজ সেবা অধিদফতরের মাধ্যমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যরালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২৯ জন রোগীর মাঝে সাড়ে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

গতকাল সকালে বিতরণ অনুষ্ঠানে ক্যান্সার রোগী ১৯ জন, কিডনি রোগী ১জন, লিভার সিরোসিস রোগী ২জন, জন্মগত হৃদরোগ ২জন এবং স্টোকে প্যারালাইজড রোগী ৫ জন।  

সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। 

উপজেলা নির্বাহী অফিসার শামীম হুসাইনের সভাপতিত্বে ওই চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ প্রমুখ ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –