• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে বজ্রপাতে গাছের নিচে আশ্রয় নেওয়া দিনমজুর নারীর মৃত্যু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২  

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে গাছের নিচে আশ্রয় নেওয়া অবস্থায় বজ্রপাতে মিনারা বেগম (৪৫) নামে এক দিনমজুর নারীর মৃত্যু হয়েছে।

মিনারা বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের দিনমজুর দবির উদ্দিনের স্ত্রী।

রোববার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে বাড়ির পাশে খোলা মাঠে বৃষ্টির সময় ইউক্যালিপ্টাস গাছের নিচে আশ্রয় নিতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।

বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়া জানান, দিনমজুর মিনারা সকালে বৃষ্টির মধ্যে কাজের খোঁজে বাড়ি থেকে বের হয়। এ সময় আকস্মিকভাবে বৃষ্টির তীব্রতা বেড়ে গেলে বাড়ির পাশের খোলা মাঠে ইউক্যালিপ্টাস গাছের নিচে আশ্রয় নেন। সেখানেই হঠাৎ করে বজ্রপাতে তার মৃত্যু হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –