• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পতাকা চুরি নিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ১২

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২  

পতাকা চুরি নিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ১২                 
আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা চুরির ঘটনা ঘটে। এরই জেরে শনিবার সন্ধ্যায় আর্জেন্টিনার সমর্থক আব্দুল্লাহ আল মামুন ব্রাজিলের সমর্থক কফি আনানের ওপর পতাকা চুরির অভিযোগ আনেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। গতকাল শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউপির সামুটারি এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। শনিবার সন্ধ্যায় আর্জেন্টিনার সমর্থক আব্দুল্লাহ আল মামুন ব্রাজিলের সমর্থক কফি আনানের ওপর পতাকা চুরির অভিযোগ আনেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ওসি এরশাদ আলম।

তিনি বলেন, মূলত পতাকা চুরির ঘটনাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। খবর পেয়েই তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছিল। এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –