• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে হটলাইনে ফোন পেয়ে কৃষকের ধান কেটে ঘরে তুললো কৃষকলীগ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩  

 
কৃষকের ধান কাটতে সহযোগিতার জন্য হটলাইন সেবা চালু করেছে রংপুর মহানগর কৃষকলীগ। আর এই হটলাইনে ফোন পেয়ে এক কৃষকের এক একর জমির ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন রংপুর মহানগর কৃষকলীগের নেতৃবৃন্দ। 

শনিবার নগরীর হাজিরহাট থানার কৃষক আমিনুর রহমানের ধান কাটা ও মাড়াইয়ের কাজ করেন তিনি। ধান কাটায় অংশগ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম, মহানগর কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন সহ স্থানীয় ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ।

কৃষক আমিনুর রহমান বলেন, ‘ধান কাটার মৌসুম এলে শ্রমিক সংকট দেখা দেয়। আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। কৃষক লীগের নেতাদের সঙ্গে হটলাইনে যোগাযোগ করলে তারা আজ আমার একটি জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন।

রংপুর মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন বলেন, রংপুর মহানগরী এলাকার মধ্যে শ্রমিক সংকট ও অর্থের অভাবে কোনো কৃষক ধান কাটা ও মাড়াই করতে পারছেন না, এমন সংবাদ পাওয়ামাত্রই মহানগর কৃষকলীগের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। 

উল্লেখ্য, রংপুর অঞ্চলের হটলাইন নম্বর ০১৭১১ ২৬১৮৩৩।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –