• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল- মনিরুল

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১  

জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রাইন্যাশনাল ক্রাইম ইউনিটের আয়োজনে ‘সহিংসতা ও চরমপন্থা প্রতিরোধে ইসলামিক বিজ্ঞজন’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশে জঙ্গি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। এসবের কোনো অস্তিত্বই বাংলাদেশে নেই। আর যদি থাকে তাহলে প্রমাণ দিন। তা যাচাই-বাছাই করে আমরা ব্যবস্থা নেব।

কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আরো বলেন, গ্লোবাল ইনডেক্স রিপোর্টে দেখা যায়, তাতে বাংলাদেশের অবস্থা ইউরোপ-আমেরিকার থেকে বসবাস অনেক আগানো। অন্যান্য দেশ থেকে বাংলাদেশে ঝুঁকি অনেক কম। দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে ভুটানের পরে বাংলাদেশের অবস্থান। আমি মনে করি বাংলাদেশ ইউরোপ আমেরিকা থেকে জঙ্গিমুক্ত। অধিক নিরাপদ। বাংলাদেশে জঙ্গি দমনে বিশ্বের রোল রোল মডেল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আনিস মাহমুদসহ আলেম ওলামারা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –