• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা কাজে দেবে: শান্ত

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মে ২০২৪  

আইপিএলের ১৭তম আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠ মাতিয়েছেন মুস্তাফিজুর রহমান। এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। এবারের আসরে গতকালই পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের সবশেষ ম্যাচে খেলেছেন তিনি।

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নেমেছিল চেন্নাই। ম্যাচটিতে ৭ উইকেটে জিতেছে পাঞ্জাব। ম্যাচটিতে মুস্তাফিজ কোনো উইকেট না পেলেও প্রশংসা কুড়িয়েছে তার বোলিং। ৪ ওভার বোলিং করে ২২ রান দিয়েছেন। সঙ্গে এক ওভার মেডেনও দিয়েছেন। 

এদিন ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংস নিজেদের ফেসবুক পেজে ফিজকে নিয়ে প্রশংসামূলক পোস্ট করেছে। চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিংও জানিয়েছেন, মুস্তাফিজের অভাব তারা বোধ করবেন। 

এবারের আইপিএলে ৯ ম্যাচে ফিজ নিয়েছেন ১৪ উইকেট। ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, রশিদ খানের মতো তারকা ব্যাটারদের উইকেট পেয়েছেন মুস্তাফিজ। পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভারে) ৪৮ শতাংশ ডট বল করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। নিয়েছেন ৩ উইকেট। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। আইপিএলের ধকল কাটাতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন টি-২০তে নেই মুস্তাফিজ। সবকিছু ঠিক থাকলে সিরিজের বাকি দুই ম্যাচে খেলবেন তিনি।

এদিকে প্রথম টি-২০ ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সেখানে মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই কাজে দেবে। আমার মনে হয়, যে ধরনের আবহে ও খেলল, যে টুর্নামেন্ট খেলল, অনেক বড় একটা টুর্নামেন্ট। ওখানে ভালো করলে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস তো তৈরি হবে। ওখানে আরো বড় বড় ব্যাটারের বিপক্ষে বল করেছেন। সব থেকে বড় কথা, ভালো উইকেটের মধ্যে ভালো বল করেছে। ঐ আত্মবিশ্বাস নিয়েই তো আসবে অবশ্যই। যদি এখানেও এই পারফরম্যান্স করতে পারে, অবশ্যই আমাদের দল দেখা যাবে অনেক এগিয়ে যাবে।’ 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –