• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

নতুন ধরন ও মিউটেশনে সংক্রমণ ছড়াচ্ছে করোনা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১  

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নতুন ধরন ও মিউটেশনের মাধ্যমে ছড়াচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র ডা. মোহাম্মদ রোবেদ আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, দেশ বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ পার করছে। এরই মধ্যে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। করোনার নতুন ধরন ও মিউটেশনের কারণে এ ভাইরাস ছড়াচ্ছে।

তিনি আরো বলেন, করোনা আক্রান্ত রোগীদের জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন হলো অক্সিজেন সিলিন্ডার। সারাদেশে ২০ থেকে ২৫ হাজার অক্সিজেন সিলিন্ডার ছড়িয়ে আছে।

এদিকে গত সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ১১২ জনের মৃত্যু হয়। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলতি বছরের প্রথম লকডাউন ঘোষণা করে সরকার। সেই সাতদিনের লকডাউনে জনগণের উদাসীনতা দেখে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত দ্বিতীয় দফায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার।

পরবর্তীতে সেই সর্বাত্মক লকডাউন আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –