• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ডাকটিকিটে পদ্মা সেতু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তব রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় ও জনসাধারণের সহযোগিতায় পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশ উৎসবমুখর ছিল।

২৫ জুন তারিখটি দেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন হিসেবে স্থান পেল। এই স্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিনে বাংলাদেশ ডাক বিভাগ ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ৫০ টাকা মূল্যমানের একটি সুভেনির শিট, দুটি উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর প্রকাশ করে, যা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামের ডিজাইনার সুমন্ত কুমার এবং সুভেনির শিট ও বিশেষ সিলমোহরের ডিজাইনার আনোয়ার হোসেন।

স্মারক ডাকটিকিটের নকশায় পদ্মা সেতুর ছবি এবং সুভেনির সিটে চারটি ডাকটিকিটের ছবি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্থান পায়।

সুভেনির সিটের চারটি ডাকটিকিটের তিনটিতে পদ্মা সেতু এবং অপরটিতে ভাংগা এক্সপ্রেসওয়ের ছবি রয়েছে। শনিবার থেকেই ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে এই স্মারক ডাকটিকিট বিক্রি শুরু হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –