• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

`বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`      

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২  

`বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র'                 
পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের ওপর চাপ কমাতে আগামী বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। প্রথম তালিকায় জায়গা পেয়েছেন ৬২ জন রোহিঙ্গা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন জানান, সর্বমোট ৩০০ থেকে ৮০০ জন রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নেয়া হতে পারে। 

তিনি বলেন, কত জন রোহিঙ্গা নেবে তার নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ওপর ভার কমাতে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –