• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ঢাকায় মরুভূমির ‘লু হাওয়া’, আসছে আরো দুঃসংবাদ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪  

ভয়ংকর এপ্রিলে ঊর্ধ্বমুখী পারদে ওষ্ঠাগত প্রাণ। সবুজ শ্যামল বাংলার বুকজুড়ে যেন মরুভূমির ‘লু হাওয়া’ বইছে। আর সেই হাওয়ায় ঝলসে যাওয়ার মতো অবস্থা। 

তীব্র গরমে সারাদেশে হাঁসফাঁস অবস্থা। এরই মধ্যে আরো দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ২৭, ২৮ এপ্রিলের দিকে তাপমাত্রা আরো বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

চলতি মৌসুমের অতি তীব্র তাপপ্রবাহে সারাদেশের মতো দুর্বিষহ সময় পার করছেন ইটপাথরের নগরে বসবাস করা রাজধানীবাসীও। অতিরিক্ত আর্দ্রতা আর বাতাস কম থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এদিকে গরমের এ সময়ে অযথা বাইরে বের না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

রোববার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগের বেশ কিছু জেলার ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা প্রায় এমনই থাকবে। তবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কম। তবে ২৭ ও ২৮ তারিখের দিকে গিয়ে এই পরিস্থিতি আরো বাড়তে পারে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –