• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মেয়াদ শেষ হওযার ৩ মাস পর বেরোবির মোবাইল ফেরত দিলেন কলিমউল্লাহ   

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

ভিসির মেয়াদ শেষ হওযার ৩ মাস পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে (বেরোবি) ১ লাখ ২৯ হাজার টাকার মোবাইল ফেরত দিয়েছেন সাবেক ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভান্ডারের কর্মকর্তা মোরশেদুল আলম রনি। মোরশেদুল আলম রনি জানান, সাবেক ভিসি অধ্যাপক ড. নাজমুল ‍আহসান কলিমউল্লাহ তার মোবাইলটি বিশ্ববিদ্যালয়কে ফেরত দিয়েছে।

জানা যায়, অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ উপাচার্য হিসেবে যোগ দেওয়ার পর ৪ বছর আগে মোবাইলের জন্য চাহিদাপত্র দিয়েছিলেন। তার পছন্দ অনুসারে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ১ লাখ ২৯ হাজার ৬১০ টাকা মূল্যের মোবাইল ফোন কিনে দেয়।

তিনি উপাচার্য থাকাকালে এটি ব্যবহার করেছেন। কিন্তু চলতি বছরের ১৩ জুন তার উপাচার্যের পদে মেয়াদ শেষ হয়ে গেলেও তার মোবাইলটি ফেরত দেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভান্ডার বিভাগ থেকে কয়েকবার মৌখিকভাবে যোগাযোগ করার পরও সদুত্তর মেলেনি। অবশেষে তাকে চিঠি দিয়ে মোবাইলটি ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হলে এক বাহকের মাধ্যমে তিনি এটি ফেরত দেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –