• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

অবশেষে মার্কিন গোয়েন্দা ব্রিফিং পাচ্ছেন জো বাইডেন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০  

অবশেষে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ব্রিফিং পেতে যাচ্ছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে দেশের নিয়ম অনুসারে নির্বাচিত হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট গোয়েন্দা  ব্রিফিং পান। 

তবে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে ডোনাল্ড ট্রাম্পের অস্বীকৃতি ও আইনি চ্যালেঞ্জের মতো নানা জটিলতার কারণে গোয়েন্দা ব্রিফিং পাচ্ছিলেন না জো বাইডেন। 

কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে বলার পর সেই চিত্র বদলে গেছে। এখন থেকে গোয়েন্দা ব্রিফিং পাবেন জো বাইডেন। গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের জাতীয় নিরাপত্তা হুমকি সংক্রান্ত যাবতীয় তথ্য জো বাইডেনকে জানাবেন গোয়েন্দারা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –