• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

করোনা সন্দেহে রাণীশংকৈলে আরও ৮ ব্যক্তির নমুনা সংগ্রহ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০  

ঢাকা-নায়ারণগঞ্জ সহ বাইরের জেলা থেকে আসা ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় করোনা আক্রমণের সন্দেহে শুক্রবার ও শনিবার দুই দিনে আরও ৮ ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এছাড়াও জেলার বাইরের ফেরত ব্যক্তিদের সনাক্ত করে ২৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে এবং ৪৪ জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে বলে রোববার রাত ৮টায় নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম।

প্রসঙ্গত, এর আগে দশজন ব্যক্তির পাঠানো নমুনার ফলাফল গত শনিবার(১১এপ্রিল) পাওয়া যায়। এতে কেউ করোনা রোগে সনাক্ত হয়নি বলেও নিশ্চিত করেন ডাঃ ফিরোজ আলম।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –