• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

হরিপুরে পানিতে ডুবে প্রাণ হারালো দুই শিক্ষার্থী 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জুন ২০২০  

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার বিলে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকালে স্থানীয়রা দুই ঘন্টা চেষ্টা করে মরদেহ উদ্ধার করে। শিক্ষার্থীরা হলো: রনহট্টা গ্রামের মো: আলমের ছেলে হামিদুর রহমান(১৫) এবং নারগুন গ্রামের মো: সোহাগে ছেলে মো: রহিত(১২)। 


প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ওই উপজেলার গন্দর ব্রীজ এলাকায় ১০/১২জন বন্ধু মিলে ফুটবল খেলছিল। খেলা শেষে গন্দর ব্রীজে গেসল করতে ঝাঁপ দেয় হামিদুর ও রহিতসহ ৫জন। এসময় হামিদুর ¯্রােতের তোরে ডুবে যায় এবং রহিত নিখোঁজ হয়। কিছুক্ষণ পর হামিদুরের মরদেহ ভেসে ওঠে। তবে অপরজনএখাঁজ মেলেনি। স্থানীয়রা ২ঘন্টা চেষ্টা চালিয়ে বিকাল ৪টায় রহিতকে মৃত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রহিত রনহট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এবং হামিদুর এবার এসএসসি পাস করেছে একই বিদ্যালয় থেকে।


ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।    

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –