• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

কৃষকদের অর্ধেক দামে কৃষি যন্ত্রপাতি দেবে সরকার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জুলাই ২০২০  

কৃষির যান্ত্রিকীকরণের সারা দেশের কৃষকদের অর্ধেক দামে যন্ত্রপাতি দেবে সরকার। এ জন্য তিন হাজার ২০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় ৫১ হাজার ৩০০টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হবে। 

যন্ত্রপাতিগুলোর মধ্যে রয়েছে—কম্বাইন্ড হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার থ্রেসার, ড্রায়ার, পাওয়ার উইডার, পাওয়ার স্পেয়ার, পটেটো ডিগার, মেইজ শেলার ইত্যাদি। ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ শীর্ষক এ প্রকল্প তিন পার্বত্য জেলা বাদে দেশজুড়ে বাস্তবায়িত হবে। 

প্রকল্পের আওতায় হাওর ও লবণাক্ত অঞ্চলে ৭০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। অন্য জেলায় দেওয়া হবে ৫০ শতাংশ ভর্তুকি। কৃষক যেসব যন্ত্র পছন্দ করবেন সেগুলোই দেওয়া হবে। জোর করে কৃষি যন্ত্রপাতি চাপিয়ে দেওয়া হবে না। কৃষক গ্রুপের সদস্যরা প্রকল্পের সুবিধা পাবেন। 

মঙ্গলবার (১৪ জুলাই) প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে। চলতি সময় থেকে ২০২৫ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –