• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রাণীশংকৈলে ৭৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বড়বাঁশ বাড়ি গ্রাম থেকে ১৫ নভেম্বর রবিবার ৭৮ বোতল ফেনসিডিলসহ বকুল হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বকুল ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

থানা সূত্রে মতে ঘটনার দিন রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই খাজিমউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বকুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। 

এ সময় বকুলের স্বীকারোক্তি মতে পুলিশ তার বাড়ির খড়ের গাদা থেকে ৭৮ বতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মালসহ বকুলকে পুলিশ থানায় নিয়ে আসে। মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়।

এলাকাবাসী জানায়, বকুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসায় করে আসছিল। উর্তি বয়সের ছেলেরা তার প্রথম টার্গেট ছিলো। এলাকার পরিবেশ নষ্ট করে দিচ্ছিলো সে। পুলিশের এমন অভিযানে আমরা সন্তুষ্ট। তাকে গ্রেফতার করায় কিছুটা শঙ্কা মুক্ত হলাম। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রশংসা করেন তারা।

থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আজ সোমবার (১৬ নভেম্বর) জেলা জেলহাজতে পাঠানো হবে। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –