• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২৪০ বস্তা ওএমএসের চালসহ গ্রেফতার ১

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মে ২০২১  

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২৪০ বস্তা ওএমএসের সরকারি চালসহ আবুল কালাম (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ। 

সোমবার (১৭ মে) ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুরের আটঘরিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল কালাম আটঘরিয়া এলাকার আইয়ুব আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ২০০ বস্তা সরকারি চালসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, বাজারের পাশের একটি গোডাউন থেকে আরও ৪০ বস্তা সরকারি চাল পাওয়া যায়।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, চাল ব্যবসায়ী আবুল কালাম চালের বস্তাগুলো আটোয়ারী বাজার থেকে ক্রয় করে বীরগঞ্জে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় আবুল কালামসহ আরও তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তের ভিত্তিতে চাল বিক্রেতাসহ বাকিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –