• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

রাণীশংকৈলে ধাওয়া খেয়ে স্টক করে মারা গেল নীলগাইটি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জুলাই ২০২১  

শুক্রবার সকাল ১১টার পর পরই সীমান্ত ঘেষা নাগরনদী পেরিয়ে আসে ছোট্ট একটি মাদা নীল গাই(পুরুষ)। এর পর ছোটাছুটি। স্থানীয়রা নাীলগাইটি ধরতে চেষ্টায় ধাওয়া দেয়। এরপর সেই ধাওয়া খেয়ে আকস্মিক মাটিতে পরে যায়। মারা যায় নীল গাইটি। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মুক্তার বস্তি  এলাকায়। 

ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ছোট নীলগাইটি সম্ভবত ভারত থেকে এসেছে। এর পর স্থানীয়রা গাইটি ধরতে যায়। ধাওয়া খেয়ে স্টক করে মারা যায় বলে জানান তিনি। এধরণের প্রাণির হার্ট খুবই দুর্বল বলে মন্তব্য করেন বনবিভাগের এই রেঞ্জ কর্মকর্তা।  

স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম জানান, নীল গাইটি বাংলাদেশে প্রবেশ করার পর জগদল ও শাহানাবাদ এলাকার ১০/১২ বাসিন্দারা ধাওয়া দেয়। এর ভয়ে প্রাণিটি মুক্তার বস্তি এলাকায় আসে। সেখানে হামিদুর রহমান নামে এক ব্যক্তির নির্মানাধীন ঘরের জানালা দিয়ে লাফ দিয়ে ঘরে প্রবেশ করে। এর পর টিনের আঘাতে গাইটির পা  কিছুটা কেটে যায় এবং অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। 

স্থানীয় পশু চিকিৎসক নীলগাইটির প্রাথমিক চিকিৎসা দিলেও আর বাঁচাতে পারেনি।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম সাহা ঘটনাস্থলে যান। তিনি বলেন, ভারতীয় নীল গাইটি সম্ভবত স্টক করে মারা গেছেন। আমরা উপজেলা প্রাণী সম্পদ ও বন বিভাগের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –