• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

র‍্যাব সদস্যের মাথা ফাটালেন পীরগঞ্জের যুবদল নেতা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ আগস্ট ২০২১  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজু এক র‌্যাব সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছেন। উপজেলার বৈরচুনা বাজারে গত ২৮ জুলাই এ ঘটনা ঘটে। র‌্যাবের পক্ষ থেকে ওই ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, একটি হত্যা মামলার তথ্য সংগ্রহের কাজে বুধবার দিনাজপুর থেকে সাদা পোশাকে কয়েকজন র‌্যাব সদস্য বৈরচুনা ইউনিয়নে আসেন। এরপর বৈরচুনা বাজারের মিলন হোসেনের বাড়িতে গিয়ে তাকে ওই হত্যা মামলার বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে বাড়ির পাশের চায়ের দোকানে মিলনসহ র‌্যাব সদস্যরা চা খাওয়ার জন্য বসেন।

র‌্যাবের জিজ্ঞাসাবাদের বিষয়টি বাড়ির লোকজনের কাছে জানতে পেরে মিলনের বড় ভাই উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজু ওই চায়ের দোকানে গিয়ে র‌্যাব সদস্যদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে যুবদল নেতা রেজাউল পানি খাওয়ার গ্লাস দিয়ে র‌্যাব সদস্য রনি ইসলামের মাথায় আঘাত করেন।

এ সময় মাথা ফেটে রক্তাক্ত হন ওই র‌্যাব সদস্য। ঘটনার পরপরই পালিয়ে যান রেজাউল ও তার ভাই মিলন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, র‌্যাবের পক্ষ থেকে নায়েক সুবেদার ফুলমিয়া সরকার বাদী হয়ে রেজাউল ও তার ভাই মিলনের নামে একটি মামলা দায়ের করেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –