• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রানীশংকৈলে নামাজ না পড়ায় স্ত্রীকে হত্যা করেই থানায় গেলেন স্বামী 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে রোকসানা বেগম নামে ৫৫ বছর বয়সী এক গৃহবধূকে হত্যা করেছেন স্বামী। তবে হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

বুধবার সকালে উপজেলার হোসেনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামীর নাম হাবিবুর রহমান। তিনি একই গ্রামের আশির উদ্দিনের ছেলে।

রানীশংকৈল থানার ওসি জাহিদ ইকবাল জানান, বুধবার সকালের দিকে থানায় এসে আত্মসমর্পণ করেন হাবিবুর রহমান। কারণ জানতে চাইলে নিজেই অকপটে সব স্বীকার করেন। স্ত্রীকে হত্যার কারণও জানালেন তিনি।

হাবিবুর রহমান জানান, ফজরের নামাজ পড়া নিয়ে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই কথা কাটাকাটি হতো। বুধবারও স্ত্রীকে ফজরের নামাজ পড়তে বলেন। কিন্তু স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাশে থাকা শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলে তার স্ত্রী মারা যান। পরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –