• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দুর্গাপূজা উপলক্ষে রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১  

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুজা উদযাপন, মন্দির সংস্কার ও দুস্থ হিন্দু পুরুষ মহিলাদের মাঝে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

গতকাল শনিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এ চেক বিতরণ করেন।  

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব ও সাধারণ সম্পাদক সাধন বসাক প্রমূখ। 

রাণীশংকৈল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব জানান, দুর্গাপূজা উদযাপনের জন্য উপজেলার ১৪টি মন্দিরকে বিভিন্ন অংকে মোট এক লক্ষ ২০ হাজার টাকা, ১৭ জন দুস্থ পুরুষ মহিলার প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট দুই লক্ষ পাঁচ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –