• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয় পাট দিবস: বেড়েছে পাটের আবাদ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মার্চ ২০২২  

পাটের ভাল দাম ও চাষীদের উদ্বুদ্ধ করতে নানামূখী উদ্যোগ গ্রহন করায় দিন বাড়ছে পাটের আবাদ। গত বছর ঠাকুরগাওয়ের পীরগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে এক’শ হেক্টর বেড়ে এক হাজার তিন’শ হেক্টর জমিতে পাট চাষ করা হলেও এবার প্রায় দেড় হাজার হেক্টর জমিতে পাট চাষ করা হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সে লক্ষে কৃষি বিভাগের পাশাপাশি কাজ করছে পাট অধিদপ্তরও। 

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, পীরগঞ্জ উপজেলায় গত বছর তোষা এবং দেশী জাতের পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছিল এক হাজার দু’শ হেক্টর। তার আগের বছর ২০২০ সালে পাটের ভাল দাম পাওয়ায় তা বেড়ে আবাদ হয় এক হাজার তিন’শ হেক্টর জমিতে। সে বছর প্রকার ভেদে প্রতি মন পাট বিক্রি হয় ১২০০ টাকা থেকে ১৮০০ টাকায়। গত বছর তা বেড়ে দাড়ায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকায়। আবহাওয়া অনুকুলে থাকায় ফলনও হয় ভাল। সব মিলিয়ে হাসি ফুটে কৃষকের মুখে। এতে বাড়তি আগ্রহ জন্মায় চাষীদের মাঝে। এ অবস্থায় চাষীদের আরো উদ্দূদ্ধ করতে পাট অধিদপ্তরের মাধ্যমে পাট চাষীদের প্রশিক্ষন ও বিনা মুলে সার এবং বীজ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়।

অভিযোগ বিষয়ে সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তানিয়া বেগম বলছেন, জন প্রতিনিধিদের সুপারিশের ভিত্তিতে পাটচাষীদের প্রশিক্ষন এবং বীজ ও সার বিতরণ করা হয়। এজন্য গত বছর পৌরসভা এলাকায় কিছুটা সমস্যা হয়। কাজ করতে গেলে কিছুটা ভুল ভ্রান্তি হতেই পারে।

উপজেলা কৃষি অফিসার রাজেন্দ্র নাথ রায় বলেন, গত বছর হেক্টর প্রতি পাটের ফলন হয়েছে প্রায় ২ দশমিক ৭৬ টন। দাম ভাল পাওয়ায় বেশ খুশি চাষীরা। একারণে এবার পাটের আবাদ বাড়বে। আশা করা হচ্ছে প্রায় দেড় হাজার হেক্টর জমিকে এবার পাটের আবাদ হবে। চলতি মৌসুমে মার্চ থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত জমিতে পাট বীজ বপন করা যাবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –