• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বালিয়াডাঙ্গীতে টিসিবির তেল বেশি দামে বিক্রি করায় জরিমানা 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মার্চ ২০২২  

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে টিসিবির বোতলজাত সয়াবিন তেল খোলা বাজারে বেশি দামে বিক্রির দায়ে মুদি দোকানিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (১৪ মার্চ) বিকালে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার স্বার্থে অভিযান পরিচালনার সময় মুদি দোকানদার আকরাম ওরফে শাহিন অপরাধ স্বীকার করলে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক যোবায়ের হোসেন।

এসময় লাহিড়ী বাজারের আরও চারজন ব্যবসায়ীকে মূল্য তালিকা না টাঙানো ও অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে দুই হাজার টাকা করে আট হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ইউএনও যোবায়ের হোসেন বলেন, বাজার মনিটরিং এর সময় বিষয়টি নজরে আসে প্রশাসনের। টিসিবির পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা এবং অপর ৪ জন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানের সময় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন, মোবাইল কোর্টের পেশকার জনাব চান প্রসাদ সিংহ, টিসিবির ডিলার শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –