• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

রাণীশংকৈলে ফিলিং স্টেশনে ও সারের দোকানে জরিমানা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ আগস্ট ২০২২  

রাণীশংকৈলে ফিলিং স্টেশনে ও সারের দোকানে জরিমানা                     
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার একটি ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) ও একটি সারের দোকানে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে। ঠাকুরগাঁও ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে এদিন উপজেলার গোগর এলাকায় আব্দুর রহিম ফিলিং স্টেশনে ২০ হাজার টাকা ও শুভ ট্রেডার্স নামে একটি সারের দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এ জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেন। ওই ফিলিং স্টেশনে প্রতি লিটারে ১৩০ মিলি তেল কম দিচ্ছিল এবং ওই সারের দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছিল।

এ ব্যাপারে শেখ সাদী বলেন, দুজন ভোক্তার কাছ থেকে ফোনে অভিযোগ পেয়ে ওই ফিলিং স্টেশনে ও সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়।  অনিয়ম পেয়ে তাদেরকে এ জরিমানা করা হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযান এবং এটি চলমান আছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –