• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বালিয়াডাঙ্গীতে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২  

বালিয়াডাঙ্গীতে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক                        
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আমানুল্লাহ আমান ও সাবুল হক নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

গতকাল সোমবার উপজেলার ধনতলা ইউনিয়নের বোয়ালিমোড় বাজারের পাশে এ অভিযান পরিচালনা করা আটক করা হয় তাদের। আমানুল্লাহ আমান ওই ইউনিয়নের লাহিড়ী ছোট সিঙ্গিয়া গ্রামের মৃত সফিকুল ইসলাম ছেলে। সাবুল হক একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মোটরসাইকেল যোগে দুই মাদক কারবারি পঞ্চগড় জেলার আটোয়ারির দিক থেকে আসার সময় বোয়ালিমোড় বাজারের শহীদ মুক্তিযোদ্ধা মিল চাতাল সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলসহ তাদের আটক ও তল্লাশি করে ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদক কারবারি আমানুল্লাহ আমানের তথ্যমতে তার বাডির ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর থেকে আরো ১১ বোতল ফেনসিডিল জব্দ করা করে পুলিশ। 

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এছাড়া গ্রেফতার দুই মাদক কারবারিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –