• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বালিয়াডাঙ্গীতে সার ডিলারকে কারাদণ্ড

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২  

বালিয়াডাঙ্গীতে সার ডিলারকে কারাদণ্ড                          
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের সার ডিলারের গুদামঘরে সার না থাকায় অজিত কুমার নামের এক সার ডিলারকে ভ্রাম্যমাণ আদালত ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

শনিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মো: যোবায়ের হোসেন এই রায় দেন। অজিত কুমার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামের মৃত সুবল চন্দ্র রায়ের ছেলে। 

যানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুল হাটের অনুকুল বীজ ভান্ডারে সার থাকার কথা থাকলে কোথাও সারের গুদাম না পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মো: যোবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে সার বিতরণ সংক্রান্ত নিয়ম ভঙ্গ, গুদামে সার না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের নিকট সার বিক্রয় না করে অন্য লাইসেন্স বিহীন ব্যবসায়ী বা মধ্যস্বত্বভোগীদের নিকট সার বিক্রি করার অপরাধে সার ডিলার অজিত কুমারকে আটক করা হয়। এসময় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার মো: যোবায়ের হোসেন বলেন, গুদামে সার না পাওয়ায় ডিলারকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। পুলিশ সার ডিলার অজিতকে শনিবার রাতে ঠাকুরগাঁও জেলহাজতে সোপর্দ করেছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –