• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

রাণীশং‌কৈলে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির স্বামী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩  

ঠাকুরগাঁও‌য়ের রাণীশং‌কৈল উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রাবেয়া খাতুনকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী নাজমুল ইসলাম। 

বুধবার সকাল ৮টার দি‌কে উপজেলার লেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ভোর থে‌কে তাদের ঝগড়ার শব্দ শুনতে পান তারা। একপর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করেন এবং ছুরি দি‌য়ে বুকে আঘাত ক‌রেন। এতে অচেতন হ‌য়ে মা‌টি‌তে লু‌টি‌য়ে পড়‌ড়েন রাবেয়া। এ সময় পরিবারের অন্য সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রাণীশং‌কৈল থানার ওসি গুলফামুল ইসলাম বলেন, ভোর থে‌কে রা‌বেয়া ও তার স্বামী নাজমু‌লের ম‌ধ্যে ঝগড়ার হচ্ছিল। একপর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করে ছুরি দিয়ে বু‌কে আঘাত ক‌রেন। এরপর থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি। পরে তাকে আটক করা হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –