• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

রাণীশংকৈলে আ.লীগের আনন্দ মিছিল

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩  

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে গতকাল বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় সরকার ও নির্বাচন কমিশনকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে এদিন সন্ধা সাড়ে ৭ টায় উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে আ.লীগ দলীয় কার্যালয় চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করে মিছিলটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মিছিলে আওয়ামী লীগের পৌরমেয়র মোস্তাফিজ রহমান, উপজেলা আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, গোলাম সারওয়ার বিপ্লব, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহাদেব বসাক, উপজেলা কৃষকলীগ সভাপতি বাবর আলী, শ্রমিক লীগ নেতা রুস্তম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাধারণ সম্পাদক আরথান আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ তারেক লিপু, উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক রমজান আলী, যুবলীগ নেতা নওয়াজ পারভেজ কানন, মো.আলী, ছাত্র লীগ নেতা তামিম হোসেন, আতিকুর রহমান টিটু, ও মো.সাদিদ, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাবেক চেয়ারম্যান মাহাফুজা বেগমসহ উপজেলা,পৌর আ.লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা মৌড়ে গিয়ে সমবেত হয়।সেখানে উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করায় সরকার ও নির্বাচন কমিশনকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে আ.লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –