• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁও-৩ আসনে লাঙ্গল বিজয়ী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৪  

 
ঠাকুরগাঁও- ৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন।

রোববার (৭ জানুয়ারি) রাত ৮ টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রকাশিত ফলাফলে জানা যায়, ঠাকুরগাঁও - ৩ আসনে মোট ১২৮ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে হাফিজ উদ্দিন আহম্মেদ ১ লাখ ৮ হাজার ৫১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকে গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৬৫ হাজার ২০৪ ভোট।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় দুইটি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও -৩ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ ও মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮।

এবার নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন জাপার ওই নেতা। আসনটিতে প্রথম নির্বাচিত হন ১৯৮৮ সালের নির্বাচনে। এরপর ২০০১ এবং ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর আসনটি থেকে নৌকা মার্কা সরিয়ে নেয় আওয়ামী লীগ। সমঝোতার ২৬ আসনের তালিকায় ছিল আসনটি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –