• বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৩ ১৪৩১

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

হরিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪  

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো আব্দুস সামাদ (১২) নামের এক চতুর্থ শ্রেণীর ছাত্রের।

সোমবার (১৮মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর-হলদিবাড়ি কাচা রাস্তায় ফজলু মাষ্টারের বাড়ির উত্তর দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার হলদিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে ও হলদিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে আব্দুস সামাদ শিহিপুর বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি যাচ্ছিল, অপরদিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক্টর বেপরোয়া গতিতে এসে তাকে সরাসরি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই ছিলো। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –