• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৯ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে দিনমজুরকে নতুন ভ্যান প্রদান

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জুলাই ২০২৪  

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ঝড়ুয়া পাল নামের দিনমজুরকে নতুন ভ্যান কিনে দিয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। 

আজ বিকেলে ওই ভ্যান চালককে ডেকে নতুন ভ্যান হাতে তুলে দেন এমপি সুজন। দুঃসময়ে ভ্যান পেয়ে খুশি ভ্যান চালক ঝড়ুয়া পাল।

এর আগে গত কয়েকমাস আগে উপজেলার একটি বাজার থেকে উপার্জনের একমাত্র মাধ্যম ব্যাটারি চালিত ভ্যান চুরি হয়ে যায় রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ঝুলঝাড়ী কুমার পাড়া গ্রামের বাসিন্দা ঝড়ুয়া পালের। ভ্যান গাড়ি হারিয়ে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে মানবেতর জীবন যাপন করতে হয়েছে তাকে। 

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনের। ভ্যান বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –