• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দিনদিন আরও টালমাটাল হয়ে পড়েছে জাতীয় পার্টি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২  

দিনদিন আরও টালমাটাল হয়ে পড়েছে জাতীয় পার্টি                    
দিনদিন টালমাটাল হয়ে পড়েছে জাতীয় পার্টি (জাপা)। রাঙ্গা-জিএম কাদের দ্বন্দ্বে সুস্পষ্টভাবে বিভক্ত হয়ে পড়েছে দলটি।
মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়ার পর ধারণা করা হয়েছিল জাতীয় পার্টিতে জি এম কাদেরের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। কিন্তু উল্টো রাঙ্গা সমর্থকরা দলে শক্তিশালীভাবে অবস্থান করায় কোণঠাসা হয়ে পড়েছেন কাদের। 

সুশীল সমাজের প্রিয়পাত্র হিসেবে পরিচিত জি এম কাদেরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মনোনয়ন বাণিজ্যের। অন্তত তিনজন নারীকে ১৮ কোটি টাকার বিনিময়ে মনোনয়ন দিয়েছেন তিনি।

এরপর থেকেই জাতীয় পার্টিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাদ এরশাদ এবং এরিক এরশাদ দুজনই জি এম কাদেরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ফলে পুরো দলের অবস্থা টালমাটাল।

এদিকে, রওশন এরশাদ জাতীয় পার্টির যে কাউন্সিল আহ্বান করেছেন, তাতে নেপথ্যে সমর্থন জানাচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশাও। রওশন, বিদিশা, সাদ এবং এরিকের এই ঐক্য জি এম কাদেরকে রীতিমতো কোণঠাসা করে ফেলেছে। এরশাদ সমর্থক জাপা কর্মীরা মনে করছেন, হুসেইন মুহাম্মদ এরশাদের উত্তরাধিকারীরাই যখন জি এম কাদেরকে চান না তখন তিনি দলের শীর্ষ পদে থাকেন কীভাবে।

এসব ঘটনা জাতীয় পার্টিকে বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত জাপা বিভক্ত হবে না; বরং জি এম কাদের আত্মসমর্পণ করবেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –