নায়কের সন্ধানে
– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩

রামেন্দু মজুমদার
আজ ২৬ মার্চ। আমাদের স্বাধীনতা দিবস। আজকের দিনে নায়কের কথা উচ্চারিত হলে একজনের নামই মনের পর্দায় ভেসে ওঠে—তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি শুধু নায়ক নন, শতাব্দীর মহানায়ক। যুগ যুগ ধরে বাঙালির স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, তাকে তিনি বাস্তব রূপ দিয়েছিলেন। সাধারণ মানুষের পাশে থেকে তাদেরই একজন হয়ে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনিই হয়ে উঠেছিলেন সত্যিকারের নায়ক। পাঠক নিশ্চয়ই বুঝতে পেরেছেন ‘নায়ক’ বলতে আমি প্রচলিত নাটক বা চলচ্চিত্রের প্রধান অভিনেতাকে বোঝাচ্ছি না। আমাদের আজকের আলোচনার নায়ক সমাজের নায়ক—যাঁকে অনুকরণ করা যায়, অনুসরণ করা যায়।
বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছরে বৈষয়িক অগ্রগতির তালিকা বেশ দীর্ঘ। আমাদের অর্থনীতির একটা শক্ত ভিত তৈরি হয়েছে, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, স্বাস্থ্যসেবাও আগের তুলনায় অনেক ভালো। পৃথিবীর কয়টা দেশ তাদের জনগোষ্ঠীকে বিনা মূল্যে করোনার টিকা প্রদান করতে পেরেছে? স্থাপনার ক্ষেত্রে কয়েকটি চোখ-ধাঁধানো অগ্রগতি হয়েছে। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু, ঢাকায় মেট্রো রেল, চট্টগ্রামে কর্ণফুলী টানেল, ঢাকা বিমানবন্দরের নির্মীয়মাণ তৃতীয় টার্মিনাল—সবই গর্ব করার মতো। বিদ্যুৎ উৎপাদন ও গ্রাহক পর্যায়ে তা বিতরণের সাফল্য প্রশংসার দাবিদার। দেশের অভ্যন্তরে সড়ক যোগাযোগ অনেক উন্নত হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে, যা আমাদের জীবনমান সম্পূর্ণ বদলে দিয়েছে। উচ্চবিত্ত থেকে শুরু করে গ্রামের নিরক্ষর কৃষকও তাঁদের নিজ নিজ প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে উপকৃত হচ্ছেন।
এসব অগ্রগতির একটা বিপরীত চিত্র আমাদের বিষণ্ন করে, শঙ্কিত করে। উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়েই যেন আমাদের নৈতিক অবক্ষয় হচ্ছে। আমরা এত আত্মকেন্দ্রিক ও ভোগবাদী হয়ে গেছি যে আদর্শ, নীতি-নৈতিকতা, মানবিক বিবেচনা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে। আমরা দ্রুত উন্নতি করতে চাই, অর্থবিত্তের মালিক হওয়াই এখন আমাদের প্রধান লক্ষ্য। আজ আমাদের সমাজে যাঁদের সফল মানুষ হিসেবে গণ্য করা হয়, তাঁদের বেশির ভাগের এগিয়ে যাওয়ার গল্প কিন্তু গর্ব করার মতো নয়। কিংবা বর্তমান অবস্থায় থেকে তাঁদের নৈতিক অবস্থানও অন্যদের অনুপ্রাণিত করতে পারে না।
আমাদের সমাজের এখন নায়ক কারা? প্রতিপত্তিশালী রাজনীতিক, সফল শিল্পপতি, খ্যাতির শিখরে ওঠা জনপ্রিয় খেলোয়াড়—এঁরাই তো বীরপূজা পেয়ে থাকেন। মাঝেমধ্যে দু-একজন পাঠকপ্রিয় লেখক বা নন্দিত শিল্পীকেও আমরা নায়কের আসনে বসাই। আমরা স্বাভাবিকভাবে প্রত্যাশা করব যে এঁদের জীবনাচরণ তাঁদের মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ হবে। কিন্তু বাস্তবে কি তা হচ্ছে?
রাজনীতিতে এখন আদর্শ আর নীতি—দুটি অপরিচিত শব্দ। কোনো আদর্শ সামনে রেখে এখন বেশির ভাগ মানুষ রাজনীতি করেন না। তাঁদের লক্ষ্য থাকে কোন দলে গেলে দ্রুত ক্ষমতায় যাওয়া যাবে, এমপি-মন্ত্রী ইত্যাদি হওয়া যাবে। অথচ আমাদের ছোটবেলায় দেখতাম আদর্শবান মানুষেরাই রাজনীতি করছেন। রাজনীতি মানে ছিল তাঁদের কাছে মানুষের কল্যাণ। সততার সঙ্গে মানুষের সেবা করেছেন তাঁরা। আর আজ? কোনো বিত্তহীন ত্যাগী রাজনীতিবিদের পক্ষে ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত—কোনো নির্বাচনেই প্রার্থী হওয়া সম্ভব নয়। নির্বাচন করতে আজকাল কয়েক কোটি টাকা লাগে। দলগুলোও এমন ব্যক্তিদের মনোনয়ন দেয় না যাঁদের টাকা খরচ করার ক্ষমতা নেই। তাহলে কোন উদ্দেশ্য নিয়ে জনসেবার নামে প্রার্থীরা কোটি কোটি টাকা ব্যয় করেন? নির্বাচিত হলে তাঁরা এ টাকাটা সুদে-আসলে শুধু নয়, লাভে ফেরত পাবেন—এ বিশ্বাস তাঁদের আছে। তাহলে এভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আমরা কী করে সততা আর নৈতিকতা আশা করতে পারি? আমরা তাঁদের প্রভাববলয়ে থাকতে পছন্দ করি, তাতে যদি আমার ভাগ্যে কিছু জোটে। আমি কথাগুলো বলছি মোটা দাগে, অবশ্যই সবার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।
আমাদের জাতীয় সংসদের বেশির ভাগ সদস্য ব্যবসায়ী। ব্যবসা করা কোনো দোষের নয়। তবে কথা হচ্ছে, যখন নীতি নির্ধারণ করা হয়, তখন ব্যবসায়ী-মন্ত্রী বা ক্ষমতাসীনরা নীতিটা যেন ব্যবসায়ীদের পক্ষে যায়, তা খেয়াল রাখেন। আগে বেসরকারি ব্যাংকের পরিচালনা পরিষদে এক পরিবারের দুজনের বেশি পরিচালক হতে পারতেন না। এখন ব্যাংক মালিকদের চাপে তা বাড়িয়ে করা হয়েছে চারজন। ফল কী হয়েছে তা ব্যাংকিং ক্ষেত্রের বর্তমান অবস্থা দেখলেই আমরা টের পাই।
আমাদের ব্যবসায়ী মহলে কতজন মানুষ আছেন, যাঁদের আমরা শ্রদ্ধা করতে পারি? এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, যাঁদের সাফল্যের গল্প অন্যদের অনুপ্রাণিত করতে পারে। সৈয়দ মনজুর এলাহী বা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর মতো কতজন ব্যবসায়ীকে আমরা ‘নায়ক’ হিসেবে চিহ্নিত করতে পারব—যাঁদের সততা, নিষ্ঠা ও পরিশ্রমের ফলে জীবনে সাফল্য এসেছে? ফলে সত্ভাবে ব্যবসা করে যে জীবনে সফল হওয়া যায়—এ বিশ্বাস আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে।
এর মাঝেও যাঁরা আজ আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছেন, তাঁদের জীবনাচরণ কতটা অনুসরণযোগ্য? একজন বিশ্বনন্দিত খেলোয়াড় যদি শুধু অর্থ বা অন্য কোনো কিছু লাভের আশায় এমন কোনো সংসর্গে জড়ান, যা নিন্দনীয়, তখন আমাদের এই ‘নায়ক’ কি ‘খলনায়ক’ হয়ে ওঠেন না? তিনি যতই খ্যাতি বা দক্ষতা অর্জন করে থাকুন না কেন, তাঁর নৈতিকতা নিয়ে কি আমি প্রশ্ন করব না? তাঁকে কি আমি আগের মতো সম্মান করব, বীরপূজা করব? এসব এখন ভেবে দেখার সময় এসেছে।
আমাদের সমাজে নায়ক হওয়ার কথা সিরাজুল ইসলাম চৌধুরীর মতো একজন শিক্ষাবিদের। যাঁর পাণ্ডিত্য, আজীবন শিক্ষকতার অভিজ্ঞতা, সামাজিক অনাচারের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর আমাদের অনুপ্রাণিত করে। একজন শিক্ষক কেন এখন সমাজে ‘নায়ক’ হিসেবে বিবেচিত হন না? অবশ্য এর দায় অনেকটা শিক্ষকসমাজকেও নিতে হবে। কোনো চিকিৎসককে কী আমরা সমাজের নায়ক হিসেবে বিবেচনা করি? করোনা অতিমারির সময় তাঁরা নিজেদের জীবন বিপন্ন করে শত শত রোগীর সেবা করে সুস্থ করে তুলেছেন। আমরা তাঁদের নায়ক মনে করি না। একজন সাধারণ মানুষও তাঁর সাধ্য অনুযায়ী পাশের মানুষের উপকার করে আমাদের চোখে নায়ক হয়ে উঠতে পারেন। তাঁরা কখনো মানুষের অকল্যাণ করতে পারেন না।
সমাজের সর্বস্তরে আজ নৈতিকতা ও আদর্শের অবক্ষয়। এ অবক্ষয় যদি আমরা রোধ করতে না পারি, তবে সব বৈষয়িক অগ্রগতি ব্যর্থ হয়ে যাবে। এ কথাটা যত দ্রুত আমরা বুঝতে পারব, তত মঙ্গল।
স্বাধীনতা দিবসে আজ আমরা একবার আমাদের সংবিধানের প্রস্তাবনার দিকে ফিরে তাকাতে চাই, যেখানে বলা হয়েছে :
‘আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা—যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে।’
এসব কাজে নেতৃত্ব দেবেন সমাজের সত্যিকারের নায়করা। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের সুযোগ নিয়ে কখনো এমন অশিক্ষিত, রুচিহীন ভাঁড়কে নায়ক বানিয়ে তুলি, যা আমাদের সমাজকে ভিন্নভাবে প্রতিফলিত করে। আমাদের রুচি ও সংস্কৃতি নিয়ে প্রশ্ন জাগায়। আমরা আশা করব, আমাদের আগামী প্রজন্মের মাঝ থেকেই বেরিয়ে আসবে সেই সব ‘নায়ক’, যাঁদের অন্যরা অনুসরণ করবে। আমাদের চলার পথে অনুপ্রেরণার উৎস হবে সেই নায়করা।
লেখক : সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অনারারি প্রেসিডেন্ট (ওয়ার্ল্ডওয়াইড), ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই)
– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –- খাদ্যাভ্যাসের যেসব ভুলে ঝুঁকি বাড়ে ‘ডায়াবেটিসের’
- ইন্টারনেট ছাড়া যেভাবে ব্যবহার করবেন গুগল ম্যাপ
- সুস্থ দাঁতের জন্য টুথব্রাশ পরিবর্তন করা জরুরি, কারণ...
- আরেকটি রেকর্ডে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি
- এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই: মিথিলা
- হজ ও ওমরার ফজিলত
- ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’
- পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক
- গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার
- আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি
- প্রকৌশল গবেষণা ইনস্টিটিউট নির্মাণের স্থান পরিদর্শন ইয়াফেসের
- ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা
- বিআরআই’র আওতায় আঞ্চলিক সংযোগে আগ্রহী বাংলাদেশ-চীন
- আজ তুরস্কে শুরু হবে রান-অফ নির্বাচন
- ১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল
- পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে নেই: চিফ হুইপ
- ‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন’
- গাইবান্ধায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ
- মার্কিন ভিসানীতির পথে হাঁটছে না ইইউ: রাষ্ট্রদূত হোয়াইটলি
- উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: পানিসম্পদ উপমন্ত্রী
- স্মার্ট বাংলাদেশে প্রতিটি নাগরিক হবে জনসম্পদ: এমপি শাওন
- শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
- পীরগঞ্জে হারিয়ে যাওয়া গরু-মহিষের গাড়িতে বরযাত্রা
- স্মার্ট বাংলাদেশের মূল শক্তি হবে তরুণ মেধাবীরাই: খাদ্যমন্ত্রী
- আইন হলে মানুষের কষ্ট কমবে: ভূমিমন্ত্রী
- `অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় যেতে চাওয়া রাষ্ট্রদ্রোহিতা`
- পাঁচ দিনের সফরে ওআইসি মহাসচিব ঢাকায়
- `মাদকমুক্ত না হলে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়`
- সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি
- শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন: সমাজকল্যাণমন্ত্রী
- ১১ দিন পর কর্মচঞ্চল বাংলাবান্ধা স্থলবন্দর
- আরো ২২ জনের করোনা শনাক্ত
- গেটম্যান ছাড়াই ট্রেন দুর্ঘটনা রুখবে অ্যাডভান্স রেলগেট সিস্টেম
- ইইউর তিন প্রতিনিধির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
- রেলবহরে যুক্ত হলো ভারতের ২০ লোকোমোটিভ
- পেরুতে সোনার খনিতে আগুন, নিহত ২৭
- দেশের ৯০ ভাগ শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত: পরিকল্পনা প্রতিমন্ত্রী
- টঙ্গীতে পোশাক কারখানার আগুন: নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন
- ‘বেকাররা এগিয়ে এলে দেশের কৃষি আরো সমৃদ্ধ হবে’
- বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ
- পাঁচ দিনের সফরে ওআইসি মহাসচিব ঢাকায়
- ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে বোরো ধানের বাম্পার ফলন ও দামে খুশি কৃষকরা
- মিগ-২১ যুদ্ধবিমান বসিয়ে দিল ভারত
- দিনাজপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি
- নতুন সুখবর জানাল আবহাওয়া অফিস
- প্রকল্প গ্রহণ-বাস্তবায়নের আগে অংশীদারদের মতামত সমন্বয় জরুরি
- রংপুরে হটলাইনে ফোন পেয়ে কৃষকের ধান কেটে ঘরে তুললো কৃষকলীগ
- এসএসসির প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে আটক ১
- বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করলো সৌদি