• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

চেন্নাইয়ের জয়ের দিনে শীর্ষে ফিরলেন মুস্তাফিজ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৪  

টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস। দলের জয়ে ফেরার ম্যাচে বল হাতে রীতিমতো ঝলক দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে ২ উইকেট শিকার করেছেন। এতে চলমান টুর্নামেন্টে সর্বোচ্চ ৯ উইকেট নিয়ে আবারো ‘পার্পল’ ক্যাপ নিজের দখলে নিয়েছেন বাংলাদেশি এই পেসার।

চেন্নাইয়ের সবশেষ ম্যাচে খেলেননি মুস্তাফিজ। তার দলও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হেরেছিল বড় ব্যবধানে। ভিসা সংক্রান্ত কাজে দেশে ফিরেছিলেন ফিজ।

এর মধ্যে চলমান আসরে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারদের তালিকায় মুস্তাফিজকে ছাড়িয়ে যান রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল। 

তবে চেন্নাইয়ের পঞ্চম ম্যাচে একাদশে সুযোগ পেয়েই উইকেট শিকারে শীর্ষ স্থান পুনরুদ্ধার করেন দ্য ফিজ। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে মুস্তাফিজ নিয়েছেন ২টি উইকেট, ইকোনমি ৫.৫০। এখন পর্যন্ত ৪ ম্যাচে খেলে ৯ উইকেট নিয়ে এবার আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার এখন তিনি।

সর্বোচ্চ উইকেটশিকার করে ফের আইপিএলের পার্পেল ক্যাপ দখলে নেন মুস্তাফিজ। প্রথম ইনিংস শেষে তাকে পার্পেল ক্যাপ  পরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। 

সোমবার কলকাতার ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজের বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার ও মিচেল স্টার্ক। আন্দ্রে রাসেলের উইকেটও নিতে পারতেন মুস্তাফিজ।

১৮তম ওভারে মুস্তাফিজের কাটারে পুল করতে গিয়ে বল রাসেলের ব্যাট ছুঁয়ে যায় উইকেটের পেছনে। চেন্নাইয়ের উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি বলটি তালুবন্দী করতে পারেননি। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –