• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গাইবান্ধায় বিদ্যুতের আগুনে পুড়ল ৭ দোকান

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১  

গাইবান্ধা জেলা শহরের ব্যস্ততম পুরাতন বাজারে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মালামালসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভুত হয়। পরে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও ফুলছড়ির কালিরবাজারের ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা যৌথ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাজারের আমজাদ মিয়ার মুদি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে জেলাল উদ্দিন, মোখলেছ মিয়া, হুমায়ন কবির, মৃত মোশাররফ মিয়া ও জহুরুল মিয়া কাঁচামাল ও মুদি দোকানগুলো মালামালসহ ভস্মিভুত হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। 

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, পানি সংকটের কারণে আগুন নেভাতে সমস্যা হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –