• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে বজ্রপাত ও দেয়াল ধসে ৩ জনের মৃত্যু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০  

ঠাকুরগাঁওয়ে টানা ৬ দিনের বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শনিবার বজ্রপাতে ২ জন এবং ঘরের দেয়াল ধসে পড়ে একজন মারা গেছেন। ডুবে গেছে কয়েক হাজার কাচা ঘরবাড়ি, আমন ধান ও সবজি ক্ষেত। ঘরবাড়ি ডুবে যাওয়া পরিবারের সদস্যদের পাশের স্কুল ও জেলা শিল্পকলা একাডেমীতে স্থানান্তর করা হয়েছে।

জানা যায়, শনিবার দুপুরে মাটির ঘর ভেঙ্গে সদর উপজেলার ভেলাজান গ্রামে মতিউর রহমান (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসাতালে নেয়ার পর বিকেলে তিনি মারা যান।

একই দিনে বজ্রপাতে রানীশংকৈল উপজেলার দুর্লভপুর গ্রামের নাসিরুল ইসলামের ছেলে রনি(১০) ও আবুল কালামের ছেলে আলিম(২৫) প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন, সিরাজুল ইসলামের ছেলে  আব্দুর রউফ। তারা তিনজনই বিকালে স্থানীয় একটি বিলে ধরতে গিয়েছিল বলে জানায় স্থানীয়রা।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজামান সেলিম বজ্রপাত ও ঘর চাপায় তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। বর্ষণে নিচু এলাকা ডুবে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকায় কাজ চলছে। ডুবে যাওয়া পরিবার গুলোকে স্থানান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হবে বলেও জানান তিনি।  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –