• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য বিভাগকে করোনাসামগ্রী দিল আ.লীগ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুন ২০২১  

ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগকে চিকিৎসার জন্য করোনার সামগ্রী দিয়েছে আওয়ামী লীগ।

আ’লীগ নেতারা বলেন, করোনা মহামারিতে আজ সারা দেশ আক্রান্ত। দিন দিন বেড়েই চলছে আক্রান্ত, সেই সঙ্গে মৃত্যুও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় বিনিদ্রভাবে কাজ করে যাচ্ছেন। সেই সঙ্গে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন জনগণকে সহযোগিতা করে যাচ্ছে।

গত রোববার (১৩ জুন) বিকেলে এসব সামগ্রী বিতরণ উপলক্ষ্যে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফিরোজ জামান জুয়েলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু, আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম চয়ন প্রমুখ। 
এ সময় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির পক্ষ থেকে পাঠানো অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন প্রকার করোনাসামগ্রী জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের হাতে তুলে দেন আওয়ামী লীগ নেতারা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –