• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

নাজুক অবস্থায় দিনাজপুর বিএনপির সাংগঠনিক কার্যক্রম

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০  

দিনাজপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে বিরাজ করছে নাজুক অবস্থা। দলে নেই কোনো যোগ্য নেতা। এছাড়া দীর্ঘদিন ধরে জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তৃণমূল কর্মীরা।

বিএনপির কয়েকজন নেতাকর্মী বলেন, কমিটি না থাকায় দলের কোনো চেইন অব কমান্ড নেই। তাই কোনো দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণ করেন না কর্মীরা। তেমনভাবে কোনো দলীয় কর্মসূচিও পালন হয় না। ফলে দলীয় কর্মীরা একলা চলো নীতিতে বিশ্বাসী হয়ে উঠছেন। এসব কারণে বিএনপির রাজনীতির সঙ্গে তেমন জড়িত হচ্ছে না নতুন প্রজন্মও।

তারা বলেন, জেলা বিএনপির মূল কমিটি না থাকায় আহ্বায়ক কমিটিতে থাকা নেতারা অনেকেই কর্মীদের কথা ভুলে গেছেন। তাই বিএনপির কর্মীরাও আহ্বায়ক কমিটির ডাকে সাড়া দেয় না। কর্মীরা দিন-দিন বিএনপির দ্বিতীয় সারির নেতা-কর্মীদের প্রতি আস্থা হারিয়ে ফেলছে।

দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান জুয়েল বলেন, করোনা পরিস্থিতিতে বিএনপির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। তবে আস্তে আস্তে কার্যক্রম শুরু করা হচ্ছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –