• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বছরে প্রতি উপজেলা থেকে এক হাজার কর্মী যাবে বিদেশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০  

দেশের প্রতিটি উপজেলা থেকে বছরে এক হাজার কর্মী বিদেশ পাঠানোর পরিকল্পনা করেছে সরকার। ‘বিদেশযাত্রা’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এ সেবা দেয়া হবে।

বৃহস্পতিবার বিকালে ‘বিদেশযাত্রা’ নামের ওই অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, অভিবাসনপ্রত্যাশী, বিদেশে অবস্থানরত অভিবাসী, বিদেশফেরত অভিবাসী ও তাদের পরিবারের জন্য নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় সব তথ্যসেবা দেবে ‘বিদেশযাত্রা’ নামের অনলাইন প্ল্যাটফর্ম। 

সচিব আহমেদ মুনিরুছ সালেহীন ‘বিদেশযাত্রা’ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। এ প্ল্যাটফর্মটিকে একটি সময়োপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত প্রত্যাশা প্রকল্পের আওতায় এ প্ল্যাটফর্ম তৈরি করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

উদ্বোধনী অনুষ্ঠানে আইওএম বাংলাদেশের মিশন প্রধান গিওরগি গিগাওরিসহ অভিবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –