• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৮ চোরসহ আটক ৪৭

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মে ২০২১  

রংপুর নগরীতে হঠাৎ চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ চোর ও এক ছিনতাইকারীসহ ৪৭ জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। এসময় চুরি যাওয়া ৪০ কার্টুন সিগারেট ও সিগারেট বিক্রির ৯০ হাজার টাকাসহ চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বুধবার (২৬ মে) দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, রংপুর নগরীতে হঠাৎ চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম বেড়ে যাওয়ায় প্রতিদিনই সাঁড়াশি অভিযান পরিচালনা করছে মেট্রোপলিটন পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় অভিযানে ১৮ চোর, এক ছিনতাইকারী ও নিয়মিত মামলার ১৩ আসামিসহ ৪৭ জনকে আটক করা হয়েছে। এ সময়ে চারটি চোরাই মোটরসাইকেলসহ ৪০ কার্টুন সিগারেট ও সিগারেট বিক্রির ৯০ হাজার টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ ও ওসি(তদন্ত) রাজীব বসুনিয়াসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –