• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

বন্যার্তদের জন্য প্রয়োজনীয় সবকিছু করছে সরকার: পরিবেশমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জুন ২০২২  

সরকার বন্যার্তদের জন্য প্রয়োজনীয় সবকিছু করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, সরকার বন্যাসহ যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। যতদিন বন্যা থাকবে ততদিন খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করা হবে।

বুধবার মৌলভীবাজারের জুড়ীর বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন এবং অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ প্রমুখ।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে এসেছিলেন এবং ঘোষণা করেছেন বন্যাকবলিত মানুষের জন্য যা যা প্রয়োজন সবকিছু করা হবে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠন আপনাদের পাশে আছে এবং থাকবে।

শাহাব উদ্দিন বলেন, আমাদের দেশ বন্যাপ্রবণ এলাকা হওয়ায় এ ধরনের দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে হবে। মৌলভীবাজারে বন্যা আরো কয়েকদিন চলমান থাকতে পারে।

আত্মবিশ্বাস ও মনের জোর রাখতে হবে বলে উল্লেখ করে তিনি যেকোনো প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করতে সবার প্রতি আহ্বান জানান।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –