• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

বালিয়াডাঙ্গীতে ১৬টি জাল ভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মে ২০২৪  

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬টি জাল ভোট দেওয়ায় হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ মে) বিকেলে সাড়ে ৩টার দিকে উপজেলার মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হোসেন তাকে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত হৃদয় হোসেন উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজু গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার গোপাল চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভোটগ্রহণ চলাকালে হৃদয় হোসেন ১৬টি জাল ভোট দেন। অভিযোগ পেয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হোসেন সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –