• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২  

মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর                      
সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, কেউ মাদকে আসক্ত হলে শুরুর দিকেই তা বন্ধ করতে হবে। গতকাল রোববার বিকেল ৫টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার নতুনবাজারে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। মাদকবিরোধী সংস্থা ‘মানস’ এ সভার আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নির্মূলে পরিবারের দায়িত্ব রয়েছে। পরিবারে সন্তানদের শাসনের মধ্যে রাখা উচিত, যেন তারা মাদক থেকে দূরে থাকে। যতদিন যাচ্ছে প্রতিটি পরিবারে মাদক ঢুকে যাচ্ছে। তাই সবাইকে পারিবারিকভাবে সচেতন হতে হবে।

তিনি বলেন, আমরা যদি মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার হই, ঘরে ঘরে মাদকবিরোধী আন্দোলনে শামিল হই, তবে আমরা মাদকের বিরুদ্ধেও জয়ী হবোই।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান এবং বিশ্বনাথ পৌরসভার মেয়র মো. মহিবুর রহমান।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –