• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মে ২০২৩  

ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী                
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। বুধবার ধর্ম মন্ত্রণালয়ের অফিস কক্ষে সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে  আলাপে এ কথা বলেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সময় বিশেষ করে নির্বাচনের সময় কুচক্রী মহল সাধারণ মানুষদের বিভ্রান্ত করতে বিভিন্ন অপব্যাখ্যা, গুজব ছড়িয়ে দেয়। সেজন্য এবার রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ধর্মের অপব্যবহার করতে দেওয়া যাবে না।

তিনি আরো বলেন, সারাদেশে ধর্মীয় সম্প্রীতি জোরদার করতে ধর্ম মন্ত্রণালয় প্রকল্প গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন স্থায়ী করতে সবাইকে ধর্মীয়ভাবে সচেতন হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড.বশিরুল আলম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত বড়ুয়া, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, উপসচিব মো. সাদিকুর রহমান খান প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –