• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

নির্বাচন পদ্ধতি নিয়ে কমনওয়েলথ পর্যবেক্ষক দল সন্তুষ্ট: ইসি সচিব

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ‌বাংলাদেশের নির্বাচন পদ্ধতি, ভোটাররা কীভাবে ভোট দিতে যাবেন, ভোট কীভাবে নেয়া হবে, স্বচ্ছ ভোট করতে রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারের কাজ সম্পর্কে কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলকে জানানো হয়েছে। তারা এসব বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, কমনওয়েলথের ৪ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচনের আইন কানুন, বিধি বিধান, নির্বাচনের দিন যানবাহন ব্যবস্থাপনার বিষয়ে জানতে ইসির সঙ্গে বৈঠক করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সব কিছু তাদের কাছে তুলে ধরেছেন। এই প্রাক-নির্বাচনী দল কমনওয়েলথে গিয়ে রিপোর্ট দাখিল করবে। এরপর পূর্ণাঙ্গ টিম নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে।

তিনি আরো বলেন, তাদের সঙ্গে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। শুধু নির্বাচন পদ্ধতি, আইন কানুন ও বিধি বিধান নিয়ে কথা হয়েছে। সিইসি সব বিষয়ে অবগত করেছেন, কমনওয়েলথ পর্যবেক্ষক দলও সন্তুষ্ট।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –