• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

৬০০ টাকার বেশি দামে গরুর মাংস বিক্রি না করতে কড়া নির্দেশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩  

গরুর মাংস ৬০০ টাকার বেশি দামে বিক্রি না করতে ব্যবসায়ীদের কড়া নির্দেশনা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। প্রতি কেজি গরুর মাংস কেউ বিক্রি করছেন ৬০০ টাকায়, আবার কেউ ৭৫০ টাকায়। এ বিষয়ে ব্যবসায়ীদের অজুহাত, পাইকারিতে বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণে কম দামে গরুর মাংস বিক্রি করা সম্ভব হচ্ছে না।

৭৩০ টাকা কেজি দরে মাংস বিক্রি করার বিষয়ে এক বিক্রেতা বলেন, পাইকারিতেই ৬৮০ টাকা কেজি দরে কিনেছি।

শুক্রবার গুলশান এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার। এ সময় দেখা যায়, ৬৫০ থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। পরে ব্যবসায়ীদের ৬০০ টাকায় বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, পুরো রাজধানী আমাদের পর্যবেক্ষণে রয়েছে। অধিকাংশ বাজারেই ৬০০ টাকা বা তার কম দামে বিক্রি করা হচ্ছে। বাকি বাজারগুলোতেও আমরা ঐ দামে গরুর মাংস বিক্রি করতে কড়া নির্দেশ দিয়েছি। এর অন্যথা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, রোববার ব্যবসায়ীদের সঙ্গে সভা করে কেন্দ্রীয়ভাবে গরুর মাংসের দাম নির্ধারণ করা হবে। সে পযর্ন্ত এ দামেই গরুর মাংস বিক্রি করতে হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –