• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

চিকিৎসকদের দায়িত্ব নিয়ে সেবা দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, সরকার চিকিৎসকদের সুরক্ষার দায়িত্ব দেবে। চিকিৎসকদেরও দায়িত্ব নিয়ে রোগীকে ভালো সেবা দিতে হবে। চেষ্টা থাকলেই উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব।

বুধবার ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ডা. শহিদ মিলন অডিটোরিয়ামে নর্থ আমেরিকা মেডিকেল অ্যাসোসিয়েশন ও ঢাকা মেডিকেল কলেজের যৌথ আয়োজনে ‘ডোনেশন অব মডার্ন হেলথ কেয়ার ইকুইপমেন্ট অ্যান্ড হ্যান্ডস অন ট্রেইনিং’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে ৫ বেডের বার্ন ইউনিট শুরু করেছিলাম। তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে ৫০০ বেডে উন্নীত করেছি। সবার সহযোগিতা ছিল বলেই এটা সম্ভব হয়েছে। এভাবে সহযোগিতা পেলে আমরা স্বাস্থ্যসেবার মান অবশ্যই আরো উন্নত করতে পারবো।

তিনি আরো বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করেন। হাজার হাজার রোগীকে দিনরাত সেবা দিয়ে সুস্থ করে তোলেন। তাদের এ কৃতিত্ব অবশ্যই প্রশংসার যোগ্য।

অনুষ্ঠানে নর্থ আমেরিকা মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও ব্যক্তি পর্যায়ে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –